Monday, October 20, 2008

নীরবে

কষ্টের শেকড় বেয়ে বেড়ে ওঠা
ডাল-পালা আর কাটা-পাতা,
ধৈর্য্যের আশে পাশে কাঁদে
এই বেহালা নীরবে।
শীতের ছোঁয়া লাগে
বুকের বাম পাশটা
শুকিয়ে গেছে নীরবে।
ভয়ে জড়ো-সরো আমার গন্তব্য,
বিষাদ আর বিষন্নতা এই মনে
ঘুমগুলো সব হরিয়েছে-নীরবে।
ভেসে গেছে সব,হাওয়ায় হাওয়ায়
নিভে গেছে সব মিথ্যে সময়ের নিয়ত বাতি,
এই আমি তার চোখে তাকিয়ে
জ্বালাতে পারিনি ব্যর্থতার বাতি-নীরবে।

No comments: