Tuesday, October 21, 2008

পথের শিশু

পথের শিশু
একটা শিশু পথের মাঝে
দাড়িয়ে থাকে একা
কেউ করেনা খোঁজ যে তার
কেউ বোঝেনা ব্যাথা।
এই শিশুটির পেথই জন্ম
পেথই হলো বড়।
জানেইনা যে অদৃষ্টে কি
দুঃখ আছে আরও !
মা বলে,ডাকেনি যে
ফোটেনি প্রথম কথা,
সেই শিশুটি না পেয়ে মাকে
পায় যে মনে ব্যাথা।
মায়ের আদর বঞ্চিত এই
হতভাগ্য ছেলেটি,
বাবার স্নেহ ভালোবাসাও
ভাগ্যে কখনও মেলেনি।
পথের মাঝে সেই ছেলেটি
দাড়িয়ে থেকে একা,
প্রশ্ন করেও নিরুত্তর সে
কেন এ বেঁচে থাকা?


রূপসী বাংলাদেশ,

রূপসী বাংলাদেশ

তোমার সাথে হয় না কারো তুলনা
তুমি যে সেই সুন্দরী,
তুমি যে সেই অপরূপা
তুমি যে সেই রূপসী ।
তুমি আছো হৃদয়ে মোর
গভীর ভালবাসায়।
তুমি আছো হৃদয়ে মোর
স্বপ্ন সুখের আশায়।
তুমি আছো ধরনীর বুকে
নক্ষত্র হয়ে।
তুমি আছো মোর হৃদয় পটে
গানের গীতিময়ে।

Monday, October 20, 2008

নীরবে

কষ্টের শেকড় বেয়ে বেড়ে ওঠা
ডাল-পালা আর কাটা-পাতা,
ধৈর্য্যের আশে পাশে কাঁদে
এই বেহালা নীরবে।
শীতের ছোঁয়া লাগে
বুকের বাম পাশটা
শুকিয়ে গেছে নীরবে।
ভয়ে জড়ো-সরো আমার গন্তব্য,
বিষাদ আর বিষন্নতা এই মনে
ঘুমগুলো সব হরিয়েছে-নীরবে।
ভেসে গেছে সব,হাওয়ায় হাওয়ায়
নিভে গেছে সব মিথ্যে সময়ের নিয়ত বাতি,
এই আমি তার চোখে তাকিয়ে
জ্বালাতে পারিনি ব্যর্থতার বাতি-নীরবে।

স্বাধীনতা

স্বাধীনতা তুমি আমার
স্বাধীনতা তুমি কোটি কোটি জনতার ।
স্বাধীনতা তুমি মুক্ত পথিকের হাট,
পল্লী কবি জসীম উদ্দিনের
নকশী কাঁথার মাঠ।
শিশিরে ভেজা স্নিগ্ধ সবুজ ঘাস,
স্বাধীনতা তুমি বিধবা মায়ের মুক্ত সেই হাসি,
মন বাগানে হাওয়ায় দোলানো গোলাপ
রাশি রাশি।

Saturday, October 18, 2008

আমার প্রথম পোষ্ট

আমার নাম নওসীন। সবাইকে আমার ব্লগে স্বাগতম।